মিথ্যার প্রলেপকে সত্যের আলো দিয়ে মিটিয়ে দাও।
হ্যাঁ, তাই তো-
অমানিশার আঁধার যখন তোমার পথের দিশাকে ভুলিয়ে দেয়,
তখনই তোমাকে উদ্যমী হতে হবে সত্যের সন্ধানে।
আমাকে মিত্র ভেবে হাত ধরে উঠে এসো গভীর খাদ থেকে।
ভয় কি?
মৃত্যু কখনো স্বজনপ্রীতি করে না অবনীতে।
সবাইকে ছুঁয়ে যায় নির্ধারিত সময় হলে।
অথচ আমরা জানিই না-
কখন আসবে সেই মাহেন্দ্র ক্ষণ।
অতএব, ঘরে বসে থেকে লাভ কি?
তার চেয়ে স্মরণযোগ্য কিছু করে রেখে যাও,
অনন্তকাল ইতিহাস হয়ে রবে।