বাঘের ভয়ে বন পেরিয়ে
জলে দিলাম ঝাঁপ,
আসছে তেড়ে হাঙ্গর, কুমির
সঙ্গে ভয়াল সাপ!


কোথায় আছে সওয়াব-নেকী
হাত বাড়ালেই পাপ!
কাছের মানুষ ভাবি যারে
সেইতো বাঘের বাপ!


স্বার্থের যদি হয় রে ব্যাঘাত
হয় না মনের মিল,
দোষের পাল্লা হালকা হলেও
ভাগ্যে জোটে ঢিল!


ঝড়-তুফানে ভাঙ্গতো যদি
শয়তানের এক হাত,
হয়তো আজাব কমতো কিছু
কাটতো দুখের রাত।