আগেও দেখেছি, তবে, এই প্রথম
তোমায় দেখলাম তোমার স্বরূপে!
যদিও কেউ মোটেই বিস্মিত নয়।
কারণ, এমন ভাবনা বহু আগেই
আসন পেতেছিল হৃদয়ের গভীরে।


তবে বৈচিত্রময় মড়কের হামলায়
কারোর পৌষ মাসের বার্তা নেই।
জানি কষ্ট পেয়েছো নষ্ট বাতাসে!
বাগ-বাগিচার সৌরভের আমেজটা
কেমন যেন পানশে পানশে লাগে!


প্রিয়মুখগুলো হাসেনি বৈরী প্রহরে!
মহামিলনের প্রত্যাশা হলো বঞ্চিত
উত্তাল স্রোতের তীব্রতর মেজাজে!
অথচ, এমনটি ছিল না ভাবনায়
তবুও নিরুপায় হয়ে মেনে নিলে!


আর এখানেই আমাদের অসহায়ত্ব!
যাকে কখনই পারবে না ডিঙ্গাতে,
যতই নিজেকে অনুকরণীয় ভাবো;
তোমার সীমাবদ্ধতা তোমাকে স্তব্ধ
করবেই জীবনের চূড়ান্ত রণাঙ্গনে।