কে বলে কারো তুমি আপন ভাই
চারিদিকে উড়ে দেখি আস্থার ছাই!
বিশ্বাস মরে গেছে, অবনীতে নাই!
ব্যঙ্গের হাসি হাসে মানবতা তাই!


নিজেকে নিয়ে তুমি ব্যস্ত থাক সদা
হৃদয়ের সাথে কোন বোঝাপড়া নাই,
কখনও যে হয় না আবেগে আপ্লুত
অভাব মিটে না যার, বলে শুধু চাই!


স্বার্থই বড় যেথা, মিছে হয় সব প্রথা;
প্রেমের মূল্য যেথায় কানাকড়ি নাই,
যতনে রতন মিলে, কথাটা যারা ভুলে
আখেরে হয় না ভাল, বোঝে সহসাই।


চোখের আড়াল হ’লে মনের আড়াল করে
আদর সোহাগ বলে কিছু শিখে নাই!
আশা আছে ভাষা নাই, কল্পনা করে যাই
অকারণে ভেবে ভেবে শুধু ব্যথা পাই!


গোধূলি বেলা শেষে দিগন্তে রবি মিশে
খালি হাতে একা পথে হারিয়ে যায়!
ফানুসে চড়ে চড়ে অহমে আকাশে উড়ে
নীলাকাশ অনেক দূর, হারায় শূন্যতায়!