কেউ স্বপ্ন দেখে-
কেউ স্বপ্ন দেখার ক্ষেত্র রচে,
কেউ বা দুঃস্বপ্ন দেখে আঁৎকে উঠে ,
নিপতিত হয় যন্ত্রণার গারদে!


কেউ মুক্তি চায়-
কেউ বা জীবনকে বাজি ধরে-
করে যায় মুক্তির লড়াই;
কেউ হারিয়ে যায় চিরতরে মুক্তি পেয়ে!


অবনী নিয়ত পরিবর্তনশীল!
ক্ষমতার আধিক্যে কেউ ভারসাম্য হারায়!
নিশপিশ করা আঙ্গুল হৃদয়ে ঝড় তোলে!
ক্ষুধার্ত বাঘের মত শিকার খুঁজে বেড়ায়!


তদুপরি, নিরাপত্তার চাদর যদি হয় শতছিন্ন,
যমদূতের রক্তিম চেনা চোখে জ্বলে উঠে
প্রতিহিংসার ভয়ঙ্কর বহ্নিশিখা!
বাতাস ভারী হয়ে উঠে কারো আর্তচিৎকারে!