প্রভাতে সূর্যটা ছিল মেঘে ঢাকা
সকালে বৃষ্টি ছিল টাপুর টুপুর,
তারপর এলো ঝড় প্রদেশটা জুড়ে
সূর্যটা উঁকি দিল মেঘ কেটে গেলে।


মেঘ ভাঙ্গা রোদে এলো দখিনা বাতাস
ফাগুনে লাগলো মনে রঙের মেলা,
মনের আঙিনা জুড়ে এঁকে আল্পনা
সোনা রোদে কাশবনে কত হলো খেলা।


সূর্যটা  হেলে গেছে অনেক সময়
গোধূলির সাথে যদি দেখা হয়ে যায়;
সাঁঝের আবছা আলো পেরিয়ে গেলেই
ডুবে যাবে সবকিছু রাতের বেলা।