আযান পড়লো মাগরিবের
জ্বালাও ঘরে বাতি,
মন দিয়ে সব পড়তে বসো
জাগবে না ঢের রাতি।


পুবের রবি উঠার আগে
জাগতে হবে ফের,
‘ফজর’ দিয়ে করলে শুরু
তবেই হবে শের।


মেধার বিকাশ তবেই হবে
যদি কর চেষ্টা,
কর্ম দেখে ভয় পেয়ো না
থাকতে হবে নিষ্ঠা।


মানুষ যদি ভাল বলে
আল্লাহ্ হবেন খুশি,
বিপদ এলে ধৈর্য্য ধরো
কেটে যাবে নিশি।


আদর্শহীন জীবন কারো
হয় না কভু ধন্য,
সত্য পথে চললে হবে
শ্রেষ্ঠ বলে গণ্য।