সবার কর্ম হলে ধর্ম মুখী
ঈমান হতো শক্ত,
হৃদের মাঝে জ্বলতো আলো
সততা হতো মুক্ত।


আছি আজো আগের মতই
স্বপ্ন দেখি শতশত,
অহম আমার নিত্য ইয়ার
শির হয় না নত!


নাফরমানীর জীবন প্রথায়
হই কেন বিব্রত?
হারিয়ে গেছে মানব নীতি
প্রীত হয়েছে গত!


লাজ-শরমের রীতি ভুলে
ভিত করি বিক্ষত!
আঁধার জগত খুঁজে মরি
যতই হই প্রখ্যাত!


আলোর পথে পা বাড়ালে
হৃদ হতো আপ্লুত,
শান্তি এসে হাত বাড়াতো
পাপ হতো নিবৃত।