নানার আদরে বাঁদর হয়ে ভাঙ্গলো সমাজ রীতি
সিরাজ হয়ে করলো নাটক, আলেয়া গাইলো গীতি,
ম্যাজিশিয়ান হয়ে কারিশমা দেখায় নব্য ধুরন্ধর
সুপ্ত প্রতিভা বিকশিত হয় কর্মে প্রবেশের অনন্তর।


নানা নাতি মিলে স্বাগত জানায় নব জীবনের ডাক
ম্যাজিকের মতই ভেলকিবাজিতে ঘুরলো জীবন বাঁক!
উড়ালো আকাশে বলাকার ডানা, স্বপ্নে রাঙালো মন
বাড়তে লাগলো ম্যাজিকের মতই অঢেল উপার্জন!


গাঁয়ের জীবন সেকেলে ভাবিয়া নগরের পানে ধায়
চাকরি ছেড়ে ব্যবসা ধরলো, চড়লো ময়ূরপঙ্খি নায়!
অবিরত জয়ে বিজয়ীর বেশে রাজধানী চলে গেলো
আধুনিকতার রঙিন পরশে নতুন পৃথিবী পেলো।


যেদিকেই যায়, হাত ভরে পায়, আহা! কি ছন্দময়
প্রকৃতির সাথে আহলাদে মাতে, সাগরের দিশা পায়!
আনন্দ বিহারে সময়ের ভেলা নিমেষে উড়িয়া যায়
কখনও ভাবেনি, জীবনটা হবে এতোটা কাব্যময়!


রঙের মিছিলে ছুটে চলে মন, শঙ্খচিলের মত
বাতায়নে আসে স্বর্গের ঘ্রাণ, সুখ হাসে অবিরত,
বর্ণিল রাতে খুনসুটি বাড়ে, মোহনীয় ইমারতে
নতুন আলো সাথে আনে রবি, নিত্য শুভ প্রভাতে!