অশান্তি ছড়িয়ে দিয়ে জনতার ঘরে ঘরে
কেউ যদি নিজেকে সন্ত্রাসী বলে প্রমাণ করে!
তবে মাফিয়াও কাঁপে কিন্তু শুনে মৃত্যুদূতের নাম
কারণ, সে পারবে না সাথে নিতে পারাপারের দাম!


পৃথিবীকে বেশি বেশি ভালোবেসে লাভ নেই;
এখানে ছড়িয়ে আছে পাপ! তুমি হারাবেই খেই!
কালজয়ী নেতা হবার তরে জাগে তো মনে বড় সাধ
অথচ, শয়তান রেখেছে পেতে পদে পদে বহুরঙা ফাঁদ!


সৎ থাকা বড়ই কঠিন, বখে যাওয়া সমাজে;
মানুষ কষ্ট পায় নীতিহীন নেতাদের গর্হিত কাজে,
প্রশাসনও নিমজ্জিত লোভ-মোহ-দুর্নীতির ভাঁজে ভাঁজে!
যদিও শরম নেই তাহাদের! তবুও স্তব্ধ হয় জনগণ লাজে!


জুলুম-অত্যাচার করে যারা ক্ষমতার দাপটে
মরণ একদিন এসে সজোরে ধাক্কা দিবে কপাটে!
যতই ব্যস্ত থাকুক অপরাধী খুনাখুনী-ধর্ষণ-লোপাটে
মৃত্যু অবশ্যই আসবে একদিন, পাকড়াও করবে সপাটে।