আপন হতে চেয়েও সবার
পর হয়ে গেছি,
এটাই হয়তো ভাগ্য আমার,
এটাই নিয়তি!


হৃদয় ভরা স্বপ্ন ছিল-
সুখ দিল ফাঁকি,
দূর আকাশে পালিয়ে গেল
মন মাতানো পাখি!


আর কোন দিন দেখবো না তোর
কাজল কালো আঁখি,
আর কোন দিন নামটি ধরে
উঠবি না তুই ডাকি!


এমনি করেই ফুরিয়ে যাবে
যেটুক ছিল আশা,
পথ হারাবে মনের ভুলে
রঙিন ভালবাসা!


সময় যারে করলো হেলা,
করলো খেলার ঘুঁটি!
খেলা শেষে বলবে ডেকে
এবার তোমার ছুটি!