মনের আয়নায় উদ্বেগ-উৎকন্ঠায়
কল্পিত দ্বীপদেশে কাটে না সময়,
হিসেবের গড়মিলে আছি শংকায়
বন্দীর মত তবে কারাগারে নয়।


নগন্য জীবন হলেও জীবন তো!
হয়তো তোমার মত জৌলুস নেই,
কিন্তু বেঁচে থাকার আকাঙ্খা থাকে
হৃদয় কানন জুড়ে সবার মাঝেই।


আমাকে অবহেলা করে লাভ নেই!
সবার আমলনামা কারো মত নয়,
আমাকে ছেড়ে দাও নিয়তির হাতে;
ভোগ করো, সময় করো না ক্ষয়!


আমার জীবনটা চলছে বিড়ম্বনায়!
আমার সফলতা নেই, তুমি সার্থক;
তোমার-আমার পথ কভু এক নয়
আমি আমার মত, নেই রাখ-ঢাক।


আমার উজান পথ, নয় তো সহজ
জোয়ারে ভেসে চলো যেন রাজ রথ!
হৃদয়ে লালন করো রঙিন স্বপ্ন কত
চলবো আমারই মত, করেছি শপথ।