সুখের পালঙ্কে বুঝি আর শোয়া হলো না!
সারাটি জীবন ভরে দুখের তরী বেয়ে
অবশেষে দেখি চেয়ে বেলা হ'লো শেষ!
জীবন যাদের কেটে যায় অবজ্ঞা-অবহেলায়
ঝরা পাতার মত! তারাও মানুষ ভবে!
যদিও ওরা ভুল করেও কখনো দেখে না
রঙিন স্বপ্ন সমাদৃত মানুষের মত করে!
সান্ত্বনার খাতা তাই রয়ে যায় শূন্য!


হৃদয় তো কত কিছুই ছুঁয়ে যেতে চায়!
কিন্তু, অন্তর্নিহিত অদৃশ্য দেয়ালই অন্তরায়!
যার ইশারায় ইচ্ছে করে অনিচ্ছায় আত্মসমর্পণ!
জীবন চলার পথে যদি শূন্যতা বাসা বাঁধে,
আশা অপূর্ণই থেকে যায় জীবনের মোহনায়;
তাই বুঝি পুনঃপুনঃ বেদনা ছুঁয়ে যায় অবলীলায়!