মুক্তির বার্তাগুলো এখন আর অবচেতন
মনকে দুঃসময়ের স্বপ্ন হয়ে নাড়া দেয় না!
কারণ, পিছে ফেলে এসেছি জীর্ণ ইতিহাস!
এখনো তাই ভয় হয় সবকিছু প্রতারণা ভেবে!
আমার এ জীবন ক্ষুদ্র হলেও ছিলাম না অন্ধ;
বার বার হেরে গেছি বিজয়ের আনন্দ থেকে
কুড়িয়ে নিতে স্বপ্নিল জীবনের অমৃত স্বাদ!
ভালোবাসা করেছে প্রতারণা মরীচিকা হয়ে!


আর কত আশার ভাষাকে জানাবো সম্ভাষণ;
আজও তাই বসে আছি নির্বিরোধ ভঙ্গিমায়
কাটিয়ে দিব বলে বাকি জীবনের কার্যকাল।
তাই, আমাকে ক্ষমা করো প্রিয় হিতৈষীগণ,
দুঃস্বপ্নের মাঝেও বেঁচে থাকবার নিত্য প্রয়াস
আমাকে পরিণত করেছে এক উদাসী পান্থে!