বিত্ত যখন চিত্ত কাড়ে, প্রেম হয়ে যায় পণ্য;
ভালবাসা পালিয়ে বেড়ায়, মানব হয় নগণ্য!
যতই বলুক কথার কথা, সবাই সবার জন্য!
তাই হলে তো এই ধরণী হয়েই যেত ধন্য।


শাপলা-শালুক দোয়েল-কোয়েল যতই ভালবাসি
দেশের প্রতি নেই মমতা, বিপদ দেখেও হাসি!
স্বপ্ন দেখি নিজের তরে, কে ভাবে কার কথা
দুঃখ পেয়ে আমি কাঁদি, কেউ বোঝে না ব্যথা!


মজার মজার সুখের কথা, শুনতে লাগে ভালো
অঁধার রাতে পাই না আমি একটু খানি আলো!
এই জগতে কে কার আপন, দেখতে হবে ভেবে
আপন স্বার্থে হিসেব কষি, কে কার সাথে রবে!


ধন-দৌলত, টাকা-পয়সা সবার চাইতে বড়!
মুখের কথায় হয় না আপন, যতই সেবা কর!
সম্পর্কেও চির ধরে যায়, টাকার অভাব হলে
কাছের মানুষ গরীব হলে, এড়িয়ে চলে ছলে!


মায়ের পেটের দু’ভাই যদি সমান সমান হয়
তবেই তারা আপন বলে পয়-পরিচয় দেয়,
সবার স্বার্থ হাসিল হলেই পরও আপন হয়
নইলে মাঝে দেয়াল উঠে, চিনতে ভুলে যায়!