জ্ঞানের বড়াই করে আর লাভ নেই! ওহে প্রবুদ্ধ সমাজ!
তোমাদের জ্ঞানের বহর দেখে নিরক্ষরগণও লজ্জিত আজ!
তোমাদের নির্লজ্জতা দেখে লজ্জাহীন লজ্জার সংজ্ঞা শিখে!
ভয়ংকর মানুষজনও ভয়ে আড়ষ্ট হয়ে বারংবার মুর্ছা যায়
তোমাদের মিথ্যাচার, লোভ, ষড়যন্ত্র আর অত্যাচার দেখে!


তোমাদের চৌর্যবৃত্তি আর দুর্নীতি সমাজকে কলুষিত করে!
তোমাদের ক্ষমতার মোহ দেখে বশংবদরাও সে পথ ধরে!
তোমাদের আচরণে সুসভ্য জনপদও অরণ্যে পরিণত হয়!
তোমাদের চাটুকারিতা আর পদলেহনে লজ্জাও লজ্জা পায়!
অথচ, তোমাদের মহোল্লসিত চেহারায় দৃশ্যমান হয় জয়!