যবন মারার উৎসবে
ছুটছে ওরা দল বেঁধে,
লাল গালিচায় করছে বরণ
হরেক রকম ধ্বনিতে!


হাল-হাতিয়ার বেশুমার!
এক সুরে বলে খবরদার!
মৃত্যুকূপে ফাঁদ পেতেছে
আর দিবে না ছাড়!


গোল টেবিলে ছক কেটে
তরল সোনা নেয় বেটে,
প্রেম-পিরিতি অটুট রাখে
যায় না পিছু হটে!


ভোগের বাগে যায় ছুটে
যার যা খুশি নেয় লুটে!
জোছনা ভরা চাঁদনী রাতে
খাচ্ছে চেটে-পুটে!


ডাকছে বলে যায় বেলা
বারুদ ভরে ছাড়ে ভেলা!
এমন সুযোগ পাবে না আর
জমবে নাকি খেলা!