এলিটদের আমি অনেক বেশি ভয় পাই!
কারণ, সেখানে সৃষ্টি হয় অদৃশ্য দেয়াল!
সবাইকে ভাবে করোনা রোগে আক্রান্ত!
সেখানে বাসা বাঁধে ঘৃণা আর অবিশ্বাস!


ভাবে! অন্যেরা জন্মেছে হতে সেবাদাস!
অবলীলায় নেয় না কাউকে বুকে টেনে;
একটা অস্বস্তি যেন কাজ করে মনজুড়ে!
ঈর্ষার ফাঁদে জ্বলে জ্বলে মরে চিরকাল!


অবশ্য, এলিটরা অনেক মেধাবী ধরায়!
তাই স্বপ্ন দেখার অধিকার শুধু তাদের!
তৃণমূলের ভাগ্যটা বুঝি কালির আঁচড়ে
কিছু হিজিবিজি লেখনী-কৃপার প্রলেপ!


সোনার চামচে কি আছে যদি জানতাম,
ফাল্গুনী বসন্তে রঙমহলে উড়ে যেতাম!
আর ভাবতাম, আমার হয়ে গেছে জয়;
এবার গুনবো শুধু নান্দনিকতা বিশ্বময়।