অকারণে সময় করেছি শুধু শুধু অপচয়!
নেই কোন অর্জন, নেই কোন বৃহৎ জয়!
নেই আর কোন পিছুটান তাই নেই ভয়!


তবে ভয় পাই, বুটের তলায় পিষ্ট হতে,
ভয় পাই, নির্যাতনে হত্যা করা দেখতে,
ভয় পাই, আঙ্গুলের নখ তোলা দেখতে!


ভয় পাই, খঞ্জরাঘাতে রক্ত ঝরা দেখতে
হায় মানব জাতি! শত্রুতা করে নিভৃতে!
তবে পারে না, দেশপ্রেমিককে  টলাতে!


প্রলাপ বলে কিন্তু উড়িয়ে দিওনা মুহুর্তে,
এসেছি সবে মর্ত্যভূমিতে ক্ষণেক ঘুরতে;
অথচ, কেউ চিরজীবী হতে চাই জগতে!