দাম্ভিক মহান নয়; ভাবে নিজে সুচতুর!
মাটিতে মিশে থাকে মাটির মানুষ এসে
নীরবে, নির্জনে, সকলের অগোচরে কাটায় প্রহর।
সময় স্রষ্টা ছাড়া নয় কারও অনুগত;
অবকাশে থাকি সবে কিছুকাল এই ভবে
বিকেলও গড়িয়ে গেছে, সন্ধ্যা নয় বহু দূর!


কালের কলঙ্ক হয়ে কেন রবো লোকালয়ে
জ্বালানী ফুরিয়ে গেলে দূরের বাতি ঘরে
কে কারে করবে স্মরণ, ভাবি না কোন ক্ষণে!
ক্ষণপ্রভা ছড়িয়ে আভা চমকিত করে সভা
অভিসারী রঙ মাখে, মহাকাল হাসে দেখে
আঁধার ঘনিয়ে এলে মিটে যায় সব শোভা!


চুড়ান্ত বিজয় সত্যেরই হয়; নয় বেশি দূর,
কান পেতে বসে আছি, শুনবো বলে সেই সুর।
শরম তাদের তরেই মহাজনের আঙিনায়
যার মাঝে ছলাকলা, খেলা করে মরীচিকা!
কৌশলের খেলা নয় অতোটা সুনিপুণ
কিছু ত্রুটি থেকে যায় তবু অবশেষ।


পড়ে থাকে মোহ-মায়া, সঙ্গে যায় না ছায়া
সফল সমাপ্তি যার, সেই শুধু ফিরে পাবে অনন্ত কায়া।