দাবারছকে সাজিয়ে ঘুঁটি করছে গভীর চিন্তা!
সাদা-কালো মুখোমুখি, মেধায় কে বা মন্দা!
চলছে যুদ্ধ শুরু থেকেই কেউ নয় কারো কম
একটি চালের পরেই নিচ্ছে অনেক খানি দম!


দাপটের সাথে এদিয়ে ছিল সাদা ঘুঁটির দল;
ভুল চালটার মাশুল গুনতে করছে টলোমল!
এখন কালো জোর কদমে চলছে বীরের মত
সাদা দলের মনটা খারপ, বাড়ছে শুধু ক্ষত!


কালোর গতি খুব দাপুটে হিসাব-নিকাশ সুক্ষ্ণ
বড়ে-কিস্তি মারছে ভালো, ভঙ্গিও বেশ রুক্ষ!
মেধার খেলায় ধৈর্য নিয়ে সময় ক্ষেপণ করে
ভাবছে সাদা, মরুক না কিছু অকার্যকর বড়ে!


সাদা ভাবছে খেলুক কালো, করলে বড় ভুল
কালো ভাবছে, কেমন করে ধরবে কষে মূল!
কিন্তু শেষে কি যে হ’লো কালো এলোমেলো
বাধ্য হয়েই জেতার তরে বড়ে খাওয়া দিলো!


এরপরে যে কার কি হবে, বাড়ছেই শুধু থ্রেট
খেলাটা কি ষ্টিলমেট হবে, নাকি চেক ও মেট!
বাঁচার তরে কালো দলে দিচ্ছে বড়ে বিসর্জন,
সেই সুযোগে সাদা দলে খুঁজছে জেতার ক্ষণ।


চালের পর চাল চালিয়ে করছে ঘায়েল বেশ,
একনাগাড়ে চাইছে ধরে রাখতে জয়ের রেশ!
কখোন কে বা ভুল করবে, বিজয় হবে কার;
বুঝবে তখন আর সকলে, কার মেধাটা ধার।