পদ্ম পাতায় বসে ছিল
হলুদ কোলা বেঙ,
পিছন থেকে সর্প এসে
ধরলো কষে ঠ্যাং!


শুরু হলো বাঁচার লড়াই
করলো ছুটাছুটি,
আস্তে আস্তে গিলতে থাকে
ধরবে এবার টুঁটি।


এমন সময় পড়লো মাথায়
শক্ত বাঁশের বাড়ি,
ফসকে গেল মুখের খাবার
বেঙটা ধরল পাড়ি।


এক বাড়িতেই কেল্লা ফতে
বাঁচলো বেঙের জান,
যমের উপর যম যে আছে
শো্নরে পেতে কান্।