আকাশ ছোঁয়া রাতের তারা
জোনাক দেখে হাসে!
পায়ের নীচে মেঘের ভেলা
সেই সাথে চাঁদ ভাসে।


বিপদ এলে বন্ধু যেমন
যায় না পথে ফেলে,
আঁধার রাতে জোনাক তেমন
পথ দেখিয়ে চলে।


জোনাক বলে মনের কথা
মাটির কানে কানে,
তাই তো জমিন দিনের বেলা
বুকের মাঝে টানে।


অহম মাখা দুরের তারা
আপন কাজে মগ্ন,
রূপোর খাপে বন্দী থেকে
ভাবে সবাই নগ্ন!


নীল আকাশে বসত তাহার
সুখের সীমানায়,
জোনাক জ্বলে সবুজ-শ্যামল
ছন্দ-ছড়ার গাঁয়।