বিস্ময়ের পর বিস্ময় দেখে বিশ্বও বিস্মিত!
কাল যে জঙ্গী ছিল আজ তার কাছে নত!
যদিও ঝরিয়েছে খুন বাড়িয়েছে ঢের ক্ষত!
স্বগোত্র তবু হয় না মৌনী, হয় না বিব্রত!


হঠাৎ করে ভাগছো কেন, কাদের বাধাতে?
খুনের দরিয়া সৃষ্টি হলো বারুদের আঘাতে!
তোমরাই সৃজন করে আবার বলেছো জঙ্গী!
তাদের কাছেই শির নত করে সাজলে ঢঙ্গী!


ক্রমান্বয়ে পরাজিত হলো তিনটি বৃহৎ শক্তি
তবুও বলছে ওরাই শ্রেষ্ঠ! সত্যে নেই ভক্তি!
লাজ-শরমের মাথা খেয়ে ওরা মেনেছে হার
আর নয় কথা! একটু তো থাকো নির্বিকার।


সামনে আসছে আরো বড় রণ, প্রস্তুত হও
মহান স্থপতি আঁকবে নক্সা, তুমি বড় নও,
ভুল করে যদি ভুল পথে হাঁটো হবেই হার
ভুলে যেও না, তোমর অস্ত্রে নেই সে ধার।