আত্মার আত্মীয়া
সোহাগীর কায়া,
তার মাঝে বেঁচে আছে
জননীর ছায়া।  


দুর্দিনে প্রহরী সে
নির্ঘুম রাতে,
সেবা কাজে অনন্যা
দুখের প্রভাতে।


শত্রু-শনির সাথে
করে না মিতালী,
নিসর্গ ভালবাসে
থাকে নিরিবিলি।


মায়ের মতই করে
ভীষণ শাসন!
নিত্য নতুন চায়
বিচিত্র ভূষণ।


মমতায় ভরা মন
হৃদয় নরম,
বিচরণে সাবধান
দু'চোখে শরম।


অপরের কল্যাণে
ব্রতী মহীয়সী,
নিরবে কাব্য লিখে
আবৃত শশী।


করুণা করে না আশা
নবীনার দিশা,
অল্পে তুষ্ট তবু
নাম তার তৃষা।