নেতার ঐক্য বড়ই ঠুনকো;
জনতার একতায় খুলে যায় মুক্তির দ্বার।
নব দিগন্তে হাসে নতুন ঊষার আলো-
মুছে যায় হৃদয় থেকে কালিমার ছাপ।
উৎসর্গের বন্যায় ভেসে যায় অন্যায়
সাথে নিয়ে দুঃখময় ব্যর্থতার দায়।


আবারো জাগাতে হবে ইতিহাস গড়তে,
সুপ্ত শক্তির হোক আরেকবার উন্মোচন;
বজ্রমুষ্টি তুলে চিরসত্য উঠুক ফুঁসে
শান্তির পতাকাখানি দোলা দিক প্রাণে।
মৃত্যুকে কেন ভয়, স্বপ্নকে করে জয়-
আবারো মিলন মেলা বসুক উঠোনে।


পলাশীর ছ্ল্ ভুলে এসেছি অনেক দূরে
মিতালী গড়তে হবে স্বদেশপ্রেমী নিয়ে,
মাটির ভালোবাসা জাগাক নতুন আশা
হৃদয়ে আবার জাগুক প্রেম-ভালোবাসা।