নীরবে নির্জনে অবহেলা অনাদরে
পেরিয়ে এসেছি আমি অনেকটা পথ;
আশা গুলো মিশে গেছে নিরাশার সাথে
মরীচিকার সাথে স্বপ্নরাও করেছে মিতালী!
তরঙ্গেও জৌলুসের আর কোন বারতা নেই;
এমন কোন অলঙ্কারেও আমি সজ্জিত নই-
যার চমকে বদলে যাবে আমার ভাগ্যরেখা,
তাই তো মুক্তি চাই নির্মম চোরাবালি থেকে।
অথচ মুক্তির প্রত্যাশা সভ্যতার সংঘাতে
থমকে গেছে! প্রতারিত হয়েছে বার বার!


সংকীর্ণতার আবর্তে ঘুরপাক খেতে খেতে
ব্যক্তিত্ব বিসর্জনের চলমান খেলায়
সত্য অপসৃত হতে হতে এখন শুধু অন্ধকার!
কক্ষচ্যুত নক্ষত্রগুলো কাঙ্খিত প্রত্যাশাকে
খুঁচিয়ে খুঁচিয়ে আহত করেছে!
আবার নতুন প্রতিশ্রুতির ডালা সাজিয়ে
বিনোদনের খোরাকে রূপান্তরের ঢং করেছে!


অনর্গল অসত্য বচনে আমি বিভ্রান্ত;
অথচ আমিও তো জনতারই বিনম্র ছায়া।
তবে আমাকে আমলে নিতে আপত্তি কেন?
আমি তো গোলামীর জিঞ্জিরে আবদ্ধ থাকি নাই-      
ইতিহাসের বাঁকে বাঁকে সে সত্য ছড়ানো আছে।
গৌরবের ইতিহাস যেমন জনতারই অবদান
জনতার আদালতও তেমনই আজও অম্লান।