নতুন সূর্য যদি সকালকে করে আলোকিত
আঁধার কেটে যাবে, রাত্রি হবেই পরাজিত।
বিশুদ্ধতা বিজয়ী হবে অনাগত ভবিষ্যতে
যেদিন জাগবে জাতি, ভাঙ্গবে নিদ্রা প্রাতে।


ইতিহাসেরও ইতিহাস লিখা আছে ইতিহাসে;
সুদীর্ঘ সময় ব্যাপী মরীচিকা বসেছে কষে!
ধোঁয়াশার মাঝেই চলে লুটেরাদের মহোৎসব
শক্তিহীন জনতার শুনছি ইদানীং ত্রাহি রব!


আশার কথা, সত্যাগ্রহীরা মানে না পরাভব;
নিপীড়িত জনতা করছে দিনে দিনে অনুভব,
দহনে হেমসম হয়েছে কঠিনতর লৌহ প্রাচীর
শত্রুসংঘ ভেঙ্গে হবে খান খান, ধরবেই চিড়।