ধুম্রজালে ফেঁসে গেছি! বিভাজনের কারখানা!
সত্য পথের দিশা আমি আজও খুঁজে পেলাম না!
বলছে আমায় সবাই হাঁদা; সবার মাঝে আমিই গাধা,
বন্ধ আমার চোখ দু’টোকে মুক্ত করে দাও বিধাতা।


ঝড় তুফানে সর্বহারা, আর কি পাব দু:খ ছাড়া!
দয়া কর দয়াল তুমি, আমিই যে সেই কুঞ্জহারা!
ভ্রান্তি এসে ক্লান্তি বাড়ায়, অবুঝ এ মন বোঝে না
যার যা খুশি বলুক ওরা, তুমিই আমার সান্ত্বনা।


কার কাছে যাই, কারে সুধাই, কারে বলবো যন্ত্রনা;
ব্যথার রসে সিক্ত হলাম, তোমার আছে সব জানা।
বুকের মাঝে দুখের সাগর, আছড়ে পরে ঢেউখানা;
জগৎ জুড়ে নন্দলালের কোথায়ও নাই আস্তানা!
------------------------------------------------------------------