ও পাড়ার জৌলুশে আসক্ত মন
শেকড় ছিন্ন করে ছন্দ হারায়!
ঈশ্বরের পাঁজরে খঞ্জর চালিয়ে
ভাবে, বুঝি নক্ষত্র হওয়া যায়!


দানবীয় ভাবনার বিষে তারুণ্য
উচ্ছিষ্টের প্রলোভনে সত্তা বিকায়!
সামান্যতম সত্য বিসর্জন দিলেই
মর্ত্যস্বর্গে বুঝি ঠাঁই পাওয়া যায়!


তাইতো নীলাকাশে ডানা মেলে
দ্বীপান্তরে উড়ে যেতে মন চায়!
শুনে না ইতিহাসের নীরব কান্না
পথ পিচ্ছিল করে অশ্রুধারায়!


ক্ষণিক উত্তেজনায় ফ্যান্টাসির
অকল্যাণের পথেই ধাবিত হয়!
দিনে দিনে বাড়ে বন্ধনে দূরত্ব
তবু নিন্দ বাসনা গরল ছড়ায়!


প্রশান্ত আবাসনকে অশান্ত করে
কল্পকল্যাণের মোহ বাড়ে যার,
সেদিনই চিরতরে ভাঙ্গবে ভুল
যখন রবে না শোধনাধিকার!