বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটাই এখন জীবনকে
ভাবনার কেন্দ্রে এনে দাঁড় করিয়ে দিয়েছে!
প্রতারণার গল্পগুলো পড়ে দেখ,
রাজনীতির পাতাগুলো আস্তে আস্তে মুড়িয়ে দেখ,
সভ্যতার ক্রমবিকাশের ধারায়ও ছিল স্বার্থের অভিলাষ!
মানচিত্র বদলের খেলায় শঠতার গন্ধ পাও কি?


ঝড়ের ইতিহাস না পড়লে যে স্বপ্ন দেখতেও ভুলে যাবে!
ইতিহাসের আস্তাকুঁড়ে কখনও চোখ মেলে দেখেছ?
সেখানে কি কোন পাঠশালা আছে?
ভাগাড় ভরে গেছে তামাশার পরমাণুতে!


মানুষের বুক পিঠও পোষ্টার হয়ে যায়,
তারপর একসময় চায়ের ধোঁয়ার মত বাতাসে মিশে যায়!
ক্ষমতার স্ফুলিঙ্গ পুড়িয়ে দেয় মানবতার ইশতেহার!
মৃতকে মরার আগে অপবাদে পচতে হয়!
এরপরও বইয়ের পাতায় পড়ি সভ্যতার গুনবাদ!


আমাকে ক্ষমা কর হে বিশ্বের ইতিহাস!
আমি শুধু স্বপ্নের ভেলায় করি বসবাস,
আমার কোন অঙ্গীকারের তাগিদ নেই;
আমি আজ অনুভূতিহীন!
অযোগ্যই আমার পরিচয়!