অবনীতে আছি যতদিন,
সত্যি বাঁধা থাকি মায়ার জালে!
তাই তো স্বপ্ন ভিড় করে
এসে হৃদয় মাঝে মরণ কালে!


ভুলে যাই, চলে যে যাব
এ বিশ্ব চরাচর ছেড়ে অজানায়;
হিসাব করি আপন মনে,
কতকিছু আশা করি ভুলে দায়!


শুদ্ধতা বর্জন করে বিদ্ধ করি
প্রতিপক্ষকে বাক্যবাণে!
ক্ষণস্থায়ী অবনীর জমিন ভাবি
চিরস্থায়ী ধ্যানে-জ্ঞানে।


লোভন খেলায় করি বাজিমাত
সত্য-মিথ্যা যুক্তি নেই!
প্রাণ কতক্ষণ থাকবে এ দেহে!
জিদের বশে পিষ্ট খেই!


প্রিয় কবি, বোরহানুল ইসলাম লিটনের গতকালের “কালের জালে” কবিতায়
করা আমার মন্তব্যের সাথে আরো কিছুটা সংযুক্ত করে আজ তাঁর উদ্দ্যেশ্যেই
উৎসর্গ করলাম আমার আজকের কবিতাটি।