ছন্দ নিয়ে দ্বন্দ্ব কেন
করছো বারংবার?
যেমন খুশি তেমন করে
গাঁথো বর্ণহার।


অন্ত্যমিলের ছন্দসুধায়
মুগ্ধ হোক হৃদয়,
কারো মনের কাব্যকলা
হোক না কাব্যময়।


যার কলমের কাব্যবাণী
আঁচল জুড়ে বসে,
হৃদয় ছোঁয়া ভালোবাসা
ছন্দ হয়ে হাসে।


পাঠক যারে আদর করে
নয়তোরে সে মন্দ,
আনন্দে মন স্বপ্ন ছড়াক-
ছড়াক না সুগন্ধ।


ছন্দকথার কাব্য দিয়ে
সাজাও রে ভুবন।
সুখে-দুখে পাশে থেকে
বাঁচাও এ কানন।