শব্দের মালা গাঁথা নয় তত সোজা;
যতটা সহজ কাজ বয়ে নেয়া বোঝা,
শ্রুতিকটু হলে কেউ পড়বে না আর
ভক্ত রবে না কেউ কবি-কবিতার!


বানান হলে ভুল পাঠকের বিঁধে হুল
আর হ’লে চপলা, মনে হয় দুল দুল,
মর্মার্থ না বুঝলে বিরক্তি আসে দিলে
অনাদরে পড়ে থাকে চোখের আড়ালে!


সমাজবার্তা যদি নাই ফুটে ছবি হয়ে
আবেগশূন্য হলে হৃদয় যাবে না ছুঁয়ে,
প্রেম-প্রীতি-মমতা জাগায় মনে আশা
দলিতের মুখে দেয় প্রতিবাদের ভাষা।


জাগে যদি হৃদয়ের মাঝে নিসর্গ প্রেম
কবিতা দেহে যেন জড়ানো রবে হেম,
ধর্ম, দেশাত্মবোধ মিটাবে সব বিরোধ
কিশোর-তরুণ যুবার জাগাবে সুবোধ।


তবেই কবিতা হবে সবার প্রিয় ভবে
নইলে কালক্রমে পাঠক এড়িয়ে যাবে,
আঁধারে লুপ্ত হবে এক আকাশ রোদ;
মানব হৃদয় থেকে হারাবে মূল্যবোধ।