নবীনের আগমনে
জমে যায় আসর,
মনে মনে খুঁজে নেয়
যে যার দোসর।


যার যা খুশি লিখে
গদ্য-পদ্য-ছড়া,
কেউ লিখে আধুনিক
ধনী হয় ধরা।


যার মনে রস বেশি
করে কাব্য বিলাস,
কেউ লিখে দেশে বসে
কেউ বা প্রবাস।


সময়ের অভাবে কেউ
লিখেই খালাস;
যার মনে ভাব বেশি
ছড়ায় সুবাস।


কবিতা পড়ে কেউ
করে মন্তব্য,
কেউ বা পড়া শেষে
মাপে গন্তব্য।