কবিরা লিখেছে কালের কবিতা
করেছে ভাবের কল্পনা,
প্রেয়সীর সাথে আবডালে বসে
এঁকেছে সুখের আল্পনা।


বিরহ কাহিনী রেখেছে গাঁথিয়া
ব্যথার অশ্রু মাখিয়া,
বিমর্ষ আসিয়া করেছে নিসাড়
অশ্রুতে ভরেছে দরিয়া!


দেশের খবরে মাতিয়ে রেখেছে
পাঠক হৃদয় কাঁপিয়ে,
আলোর ফোয়ারা করেছে মুগ্ধ
চাঁদের উঠোন দাপিয়ে।


বারুদের ঘ্রাণে ছড়িয়ে পড়েছে
দুঃখ, কষ্ট, মৃত্যুশোক,
তাদের কাব্যে এসেছে উঠিয়া
জেনেছে পড়ে পাঠক।