অতিশয় ইচ্ছে আছে, সবুজ কুঞ্জবনে
গড়বো ছন্দিত প্রনয় আধার,
রঙিন স্বপ্ন নিয়ে লিখে যাবো কবিতা
কাব্যসুধা দিবো নামটি তার।


সামনে দীঘির জলে ভাসবে সমাদরে
হৃদয় মোহিনী অঢেল পদ্মফুল,
স্নিগ্ধ জোছনা রাতে হৃদয় ছুঁয়ে যাবে
সৌম্য সমীরে উড়া আওলাচুল।


আরশি ভেদ করে চাঁদনি এসে ঘরে
আবেগে চুমু দিবে কপোল জুড়ে,
মমতায় আবৃত প্রকৃতির ছোঁয়া পেয়ে
ভালবাসা জমে যাবে হৃদয় ভরে।


শুভ্র ছেঁড়া মেঘে স্বপ্নরা আসবে ভেসে
লিখে যাব কবিতার পান্ডুলিপি,
আবার আসিও প্রিয় বসন্তে ডানা মেলে
সুপ্ত প্রেম দিবো তোমাকে সপি।


কাজলকাল চোখে চেয়ে থেক অপলকে
হতে পারো অনুরাগে আপ্লাবিত।
জানালার পাশে বসে শোনাব প্রেমকাব্য
হয়তো বা হয়ে যাবে সম্মোহিত!