বিকেলকে সেকেলে বলে
সকালের রবি,
অথচ কুয়াশায় ঢাকা তার
নিজেরই ছবি!


সেকেলে হলেও তার
সরল প্রসব,
চেনা যায় বোঝা যায়
নয় সে আজব!


আধুনিকা বলে তুমি
করিছো অহম!
তুমি কি অনন্যা! নাকি
দুর্বোধ্য কলম?


যে কথা বোঝাতে চাও
বোঝ না নিজেই!
আশেক ভিড়াতে কর
কষ্ট মিছেই!


রূপকের আড়ালে কর
ভীরু আচরণ,
বাহবা কুড়াতে খোল
ভুয়া আভরণ!