সুনামির পরেও ঘুড়ে দাঁড়ায় সময়ের সেরা সন্তান;
আশাবাদী মানুষের প্রত্যাশা পূরণে করে অঙ্গীকার,
সময়ের সাহসী সন্তান তাই সময়ের আখ্যান লিখে
ছড়িয়ে দেয় নব দিগন্তে ওরা নতুন আশার আলো।


ওরা নতুন সম্ভাবনার অনন্য দৃষ্টান্ত, বরণীয় দূত;
পীড়নে হয়ে উঠে প্রবল প্রতিবাদী, দ্রোহের প্রতীক,
মুক্তির ইস্তেহার নিয়ে দাঁড়াবে নবান্নে এসে নির্ঘাত
ওরা যাদের আদর, পূর্ণ করে দিবে হৃদয় তাদের।


ওরা দুঃসাহসী, প্রয়োজনে কালজয়ী ইতিহাস গড়ে
ওরা সর্বদা নন্দিত হয় বঞ্চিত জনতার আশীর্বাদে,
নতুন ঊষার আলো স্বাগত জানায় অভিনব ছন্দে
আনন্দ জোয়ারে ভাসে পুলকিত মৌ পুষ্পের গন্ধে।


প্রলয়ে করে না ভয়, স্বপ্ন করে জয়, ওরা সহাস্যে
কালের দিশারী হয়ে আলোকিত করে নীড় প্রয়াসে,
বুকের শোণিত দিয়ে স্বাধীনতা রক্ষা করে নির্ভয়ে
থাকে না নির্বিকার, নিমেষে গর্জে উঠে আগ্রাসনে।