ডোবা, কাদায় জমে উঠা মিথেনের আগুন, ওরা
ঝলসে দিতে চায় তিলে তিলে গড়ে উঠা মানুষের বিশ্বাস;
ফানুসে চড়ে আকাশ ছোঁয়ার কি এক আত্মঘাতী দুঃসাহস!
ভ্রান্তির বেড়াজালে জড়িয়ে গেছে ওদের সম্মোহিত অভিলাষ!


নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন জমকালো রঙ্গমঞ্চ এখন
সৃজিত সাইন্স ফিকশনের নাটক প্রদর্শনীর রহস্য জগৎ,
যেথা নায়ক নায়িকা হাসে ঝলমলে রোদ্দুরে ক্লান্তিহীন!
খল যে আজও আছে কালো মেঘে ঢেকে দেখো দৃশ্যহীন!


দাবাড়ু সাজিয়ে দাবার ছক,
হিসেবী চাল চেলে হাতী, ঘোড়া, বড়ে মেরে
অবশেষে মন্ত্রী, রাজাকে করে গ্রাস!
জমিনে পড়ে থাকে দৃশ্যমান রক্তাক্ত মানব প্রজাতির লাশ!


আগুনের ফুলকি নিয়ে হেতুহীন খেলা খেলে চেনা বাজিকর;
অথচ কি মজা দেখ ইতিহাস খুঁড়ে,
দিন শেষে থাকে না আর বাঁচার অবকাশ!
নমরুদ, ফেরাউনরা রচনা করে যায় কালো ইতিহাস!