ডাইনী-ডাকিনী নামে আছে কিছু নারী!
অবিরত চায় তারা বাড়ি, গাড়ি, শাড়ী!
কালো যাদু করে ওরা নেয় প্রতিশোধ!
হৃদয় গভীরে তার নেই মানবিক বোধ!


প্রভাবিত করে হায় আছে যত প্রিয়জন!
ঘুষ-দুর্নীতিতে নেই মানা, চায় অগনন!
মন্দকে ভালোবাসে, ভালো বলে মন্দ!
পরিবেশ বিনষ্ট করে ছড়িয়ে দেয় দুর্গন্ধ!


পৃথিবীর নানা দেশে আছে তার প্রচলন!
ঘৃণা করে সমাজ তাদের করে না গ্রহণ!
অকারণে জনপদে ছড়ায় বিভেদের বিষ!
নাগিনীর মতই ফুঁস-ফাঁস করে অহর্নিশ!


শুভ্র-কালো, মন্দ-ভালো মনে করে এক!
প্রতারণার ফাঁদে ফেলে দিতে পারে ঠেক্!
সমমনা নিয়ে গড়ে, বিশাল বিশাল চক্র!
বিসর্জনের খেলা খেলে! গড়ে ওরা ঐক্য!