এক যে ছিল হুলো বিড়াল
নাম ছিল তার কালু,
আর এক ছিল ধারি ইঁদুর
ডাকতো তারে খালু।


চোর-পুলিশের মত তারা
খেলতো সারা দিন,
ফাঁকা বাড়ি পেলেই তারা
নাচতো তা ধিন্ ধিন্ ।


এক সকালে মেম সাহেবায়
দেখলো আজব দৃশ্য,
আসলে তাদের শত্রুতা নেই
ইঁদুর হুলোর শিষ্য!


ভাগ বাটোরা করছে দু’জন
চুরির খাদ্য খানা,
ধরা পড়ে বললো বিড়াল
নয় সে আমার জানা!


ক্রুদ্ধ হয়ে মেম সাহেবায়
করলো বাড়ি ছাড়া,
কানটি ধরে করলো শপথ
আর খাবে না ধরা।