মানুষের শোণিতে রঞ্জিত তলোয়ারে ভীত জনপদ
নির্মম রোদ্দুরে পরে থাকে নত শিরে, নেই প্রতিশোধ!
ফুঁসে উঠে যদি কভু গণ জোয়ারের জন স্রোত;
সেদিনই জাগবে জেনো মানুষের কারাগারে দানবের বোধ।


চক্রান্তের ফাঁস জালে কেঁদে মরে মানবতা, আস্তিক!
চেয়ে দেখো কাতার বদ্ধ ওরা, বিশ্ব খুনী আর নাস্তিক;
অভুক্তের অনশনে সান্ত্বনার বাণী শোনে নিপীড়িত জনগণ!
এ সবই কলুষিত সভ্যতার কলংক, মরীচিকা, প্রহসন!


আলোর ঝরনা থেকে সত্য বার্তা নিয়ে
ফের যদি আসে কোন মহান মানব,
জীবনের নির্যাস শুষে নেয়া হবে শেষ;
তখনই প্রতিহত হবে এই বিশাল দানব।