হে প্রভূ,
নিজেদের “মানুষ” বলে
দাবী করে জ্ঞানের চর্চ্চা করি!
ন্যায়ের কথা বলে মানবতার ধ্বজা ধরি!
নামাজ পড়ি, পূজা করি, চার্চ্চে যাই;
যার যার ধর্মের কথা বড়াই করে বলি!
অথচ ঘুষ খাই, সুদের কারবার করি,
অপরের সম্পদ আত্মসাৎ করে বুদ্ধিমান ভাবি;
চুরি, ডাকাতি, প্রতরণা, মিথ্যা কথাও বলি!
ষড়যন্ত্র করে করে মানুষও খুন করি!


পতিতার ট্যাক্সের টাকা-
মিশে আছে সারা দেশের সরকারী কোষাগারে!
সরকারী টাকাতেই নির্মিত হয় রাস্তাঘাট,
সরকারী হাসপাতাল।
মসজিদ, মন্দির সহ সকল ধর্মশালা,
এতিমখানা. মাদ্রাসাও পায় সরকারী অনুদান।
এমনকি শেষ কৃত্য সাধনের ক্ষেত্রগুলোও
সরকারী অনুদানমুক্ত নয়!


হে প্রভূ,
দুনিয়ার ক্ষণেক সুখের চেয়ে
পরকালের অসীম শান্তি অনেক শ্রেয়;
মৃত্যুর আজাব কে মেনে নেয়া কষ্টকর হলেও
পরকালের মহাশাস্তি অকল্পনীয় দুঃখময়!
তাই জীবন যখন দিয়েছই,
শান্তি দিও সর্বময়।