কবি হবার দুর্বার আকাঙ্খা আমার কখনো ছিল না।
তবে মনের গভীরে দ্রোহের চেতনার প্রাবল্য ছিল!
ছিল, না পাওয়ার কাতরতা ঘোচাবার দুরন্ত সাহস;
আর বিজয় অর্জনের পথরেখা সৃষ্টির প্রসববেদনা!
সমাজের হাহাকার আমাকে দারুনভাবে নাড়া দিতো!
আমি উর্বর ভূমির মত উগড়ে দিতাম নিজেকে,
আমি কতশত পথ হেঁটেছি বিপ্লবীর অনুসন্ধানে!
আমাকে ছাড়েনি কারাগারের অমানবিক নির্যাতন!
আমি যুগকাল পাইনি মায়ের আঁচলের শীতল ছায়া!
আমার লালিত স্বপ্নগুলো চেয়েছিল বিজয়ের ছোঁয়া;
কিন্তু বুঝি নাই, সফলতা মহাকালের ইচ্ছার দাস!
ফিরে এলাম নিজের মাঝে, পরাজিত সৈনিক বেশে!
অতঃপর সময়ের বিদ্রুপ কুঁড়ে কুঁড়ে খেতে থাকে;
তাইতো অবশেষে বিধাতার কাছে করি আত্মসমর্পণ।