নিজেকে প্রশ্ন করি
নির্জন-নিরালায়,
এখানে এসেছি বেন
কি বা কার পরিচয়?


ক’দিনের খেলাঘরে
কে আপন কে বা পর,
কোথা থেকে এলো নারী
কোথা থেকে এলো নর?


ক্ষুধা কেন গ্রাস করে
দেহ-মন-প্রাণ,
প্রিয় কেন অনুভবে
হৃদয়ের টান?


সরলে গরলে কেন
বাড়ে দ্বিধা-দ্বন্দ্ব,
জীবনের সুরে কেন
কেটে যায় ছন্দ?


বিরহ-বেদনা কেন
কেড়ে নেয় শান্তি,
মায়ের মমতা কেন
মুছে দেয় ক্লান্তি?


কেন প্রেম-ভালবাসা
কেন করি মিছে আশা,
বালু চরে কেন গড়ি
তবুও সুখের বাসা?


যবনিকা কেন হাসে
কেন আসে মৃত্যু,
কেন তবে ভালবাসি
এই গ্রহ নিত্য?