তোমার জ্ঞান আর আমার বিশ্বাস
চলে নিরন্তর সমান্তরাল!
স্পর্শহীন পথরেখায় নেই কোন মোহনা!
আমাকে অবজ্ঞা কর, উপেক্ষা কর, দুঃখ নেই;
কিন্তু স্রষ্টার অস্তিত্ত্বকে অস্বীকার করো না।
অস্বীকার করো না তাঁর রাসুল ও বিধানকে।


হে পথিক, তুমি ভুল পথের যাত্রী;
তোমার জ্ঞান যদি পরিপূর্ণই হতো,
তবে মূল্যবোধের অবক্ষয়কে কেন তুমি
তোমার বিধান দিয়ে রুখে দিতে পার না?


স্মরণ করো আল্লাহ্’র সেই বাণী,
“যে আল্লাহ্’র বিধান ও তাঁর রাসুলের
ফয়সালাকে অমান্য করে, সে মুমিন নয়।”


এবার বল-
তাঁর সামনে তোমার জ্ঞান
লাগে কোন কাজে!