শাস্তি দেবার বৈধ ক্ষমতা যিনি লালন করেন
তাঁর কাছে এসো করি সবাই নিজেকে সমর্পন।
শিশুকে দেখ না; বাবা-মা তুললে হাত মারতে
ঝাঁপিয়ে পড়ে তার কোলে, শিশুর কি অর্জন!


শিক্ষক যদি শিশুদেরকে শাস্তি দিতে বেত তুলে-
শিশুরা সমর্পিত হলে শিক্ষক তুলে নেয় কোলে!
এসো আমরাও নিজকে সমর্পন করি তাঁর কাছে
যাঁর শাস্তি দেবার বৈধতা আছে আগে বা পিছে


আবার আদরও করতে পারেন দরদী সে সত্ত্বা
করতেও পারেন পুরস্কৃত সুনিশ্চিত কারণ ছাড়া,
যাকে অবজ্ঞা করলে তাঁর কিছু যায় আসে না
বরং শাস্তি পেতে হয় তাকে যে ভাবে হামবড়া!


দম্ভ তারই মানায়, যে নেই কারো কাছে বাঁধা;
অথচ, আমরা ততটা স্বতন্ত্র নই, নেই স্বাধীনতা।