জীর্ণ প্রাসাদের ক্ষত-বিক্ষত সোপানকে কেই বা মনে রাখে!
যদিও সেখানে সংরক্ষিত ছিল হীরক খচিত তাজ আর ময়ূর সিংহাসন।


কিন্তু তোমাকে জানে না কে!
তোমার সদম্ভ পদভারে প্রকম্পিত পুষ্পদল, এমনকি দূর্বাঘাস!
দীপান্তরের জড়ধীরাও তোমকেই স্মরণ করে নকশা ভেবে।


আমার কোন দুঃখ নেই; নিজেকে সত্যদর্শী ভাবতে চাই।
পুনরভ্যুদয়ে আস্থাশীল বলে সান্ত্বনা খুঁজি।


অথচ, দলিত ইতিহাসের শাহী ইশাদীতে
ঘোষিত হয়েছে তোমার প্রতিকূলে আগাম রায়!
অনন্তকাল তুমি অর্বাচীন, পাতকের মত করবে দন্ডভোগ।