দুখীদের শ্রম-ঘাম, অর্থ লুটে নিয়ে
দূর দেশে গড়ে তোলো বিবির বাজার!
দ্বিতীয় বাড়ি-ঘর গড়ে তোলো বিদেশে
তবুও ভাঙ্গে না ঘুম বেকুব প্রজার!


গবেটের বশংবদ! বাতাসে দুর্গন্ধ ছড়ায়!
অসতের চিকা মারা আছে সারা গায়!
টাকা আছে ভুরি ভুরি, নেই তোর জুড়ি!
যদিও নেই তোর আর কোন পরিচয়!


জানি তোরা, ভয়ানক অর্থের নেশা খোর
জানি তোরা, ভিখারীর নির্মম টাকা চোর!
সময়ের সাথে তোরা করে যাস রসিকতা!
কাটবে না অমানিশা, আসবে না ভোর!


সম্পদ ফেলে যাবি! হিসাব কেমনে দিবি?
যার তরে রেখে যাবি, সেও যাবে গোর!
অতঃপর দেখবি, সীমাহীন কষ্ট করবে গ্রাস
কিন্তু তার আগে তোর কাটবে না ঘোর!